কক্সবাজার সমুদ্র সৈকত (Cox’s Bazar Sea Beach) – বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। প্রতি বছর লাখ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করে থাকেন। আর এত সব পর্যটকের আবাসন ব্যবস্থা সুনিশ্চিত করতেই কক্সবাজারে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি হোটেল ও রিসোর্ট।
কক্সবাজার বেড়াতে গেলে অনেকেই চান সমুদ্রের একেবারে কাছে অবস্থিত এমন হোটেল বা রিসোর্টে থাকার জন্যে। যেখানে রুম থেকেই বিশাল সমুদ্র দেখা যায়! কক্সবাজারে অনেক হোটেল রিসোর্ট থাকলেও রুম থেকে সমুদ্র দেখা যায় এই বিশেষ সুবিধা শুধুমাত্র অল্প কিছু হোটেল ও রিসোর্টেরই আছে।
যদিও এইসব হোটেলে রাত্রিযাপন করতে কিছুটা খরচ করতে হবে। তারপরেও অনেকেই সি ভিউ রুম সবচেয়ে বেশি পছন্দ করেন। কিংবা অনেকেই কক্সবাজার ভ্রমণে এই বিশেষ অভিজ্ঞতা নিতে একটু খরচ করে হলেও সী ভিউ রুমে থাকার চেষ্টা করেন।
আমাদের ভ্রমন গাইডের আজকের হোটেল ও রিসোর্ট ব্লগে জানাবো কক্সবাজারের সেরা সি ভিউ রুম আছে এমন সব হোটেল ও রিসোর্টের নাম, ঠিকানা, কেমন খরচ ও অন্যান্য সকল তথ্য। সেই সাথে থাকবে বাজেট ফ্রেন্ডলি সি ভিউ হোটেলের তথ্য।
এখানে উল্লেখিত ভাড়া হোটেল গুলোর বর্তমান অফিশিয়াল ভাড়া। সময়ের সাথে পরিতবর্তন হয় তাই আপনি হোটেল বুকিং করার আগে বর্তমান ভাড়া সম্পর্কে জেনে নিন। এছাড়া অফ পিক সময়ে ও বিভিন্ন দিবস উপলক্ষে হোটেল গুলো প্যাকেজ ও ডিসকাউন্ট দিয়ে থাকে। তাদের বর্তমান অফার গুলো জানতে ওয়েবসাইট কিংবা ফেইসবুক পেইজ গুলো ফলো করতে পারেন।
Best Sea View Hotels & Resorts in Cox’s Bazar
Sayeman Beach Resort
Exotica Sampan
Hotel Sea Crown
Sea Pearl Cox’s Bazar
Jol Torongo
Ramada
Neeshorgo Hotel & Resort
Ocean Paradise Hotel & Resort
Sea Princess Hotel
Hotel Sea Moon
Hotel Samudra Bilash
Hotel Suite Sadaf
Hotel Cox Rotana
১. সায়মান বিচ রিসোর্ট (Sayeman Beach Resort)
সায়মান বিচ রিসোর্ট কক্সবাজারের সেরা দৃষ্টিনন্দন ও সী ভিউ হোটেল। কক্সবাজারের সবচেয়ে গুছানো এবং সার্ভিসের দিক থেকেও সেরা হোটেল। কলাতলী মোড় থেকে খুব কাছে সায়মান বিচ রিসোর্ট এ রয়েছে ২৪৫টি সুন্দর ডিজাইনের রুম ও স্যুট। তিনটি ক্যাটাগরি থেকে আপনার পছন্দের রুমটি নির্বাচন করতে পারবেন (ডাবল বেডরুম প্যানোরামা ওশান স্যুট, ইনফিনিটি সি ভিউ এবং ওশান ভিউ জুনিয়র স্যুট)। আকর্ষণীয় ইন্টেরিয়র, আধুনিক ফার্নিচার, সেন্ট্রাল এয়ার কন্ডিশনার, হাই স্পিড ইন্টারনেটের সমন্বয়ে এই হোটেলে পাবেন আধুনিক হোটেলের সকল সেবা। রুম থেকেই দেখা যাবে বঙ্গোপসাগর এবং আঁকাবাঁকা পাহাড়ের প্যানোরামিক দৃশ্য। আর এই বিচ রিসোর্টের সবচেয়ে বড় আকর্ষণ ইনফিনিটি সুইমিং পুল।
কলাতলী মোড় থেকে ১.৫ কিলোমিটার দূরে মেরিন ড্রাইভের সাথেই ঠিক বীচের বিপরীত পাশে অবস্থিত “এক্সোটিকা সাম্পান”। এক্সোটিকা সাম্পান হোটেলে ৬-১০ হাজার টাকায় সুন্দর সার্ভিস, কমপ্লিমেন্টারী ব্রেকফাস্ট সহ রুম পেয়ে যাবেন। আর রুম বা ব্যালকনীতে বসেই উপভোগ করতে পারবেন সাগরকন্যার অপরুপ সৌন্দর্য। বীচের কাছে এরচেয়ে সুন্দর হোটেল কক্সবাজারে আর নেই। জোয়ারের সময় মনে হবে একেবারে সাগরের উপর দাঁড়িয়ে আছেন।
হোটেল সী ক্রাউন একটি থ্রি স্টার ডিলাক্স হোটেল। কলাতলী টার্নিং পয়েন্ট থেকে ১০০ মিটার এবং কক্সবাজারের বিমানবন্দর থেকে ৩ কিলোমিটার দূরত্বে সৈকতের ডানদিকে হোটেল সী ক্রাউন অবস্থিত। সবচেয়ে পুরনো সি ভিউ হোটেলের গুলোর মধ্যে সি ক্রাউন অন্যতম। মোটামুটি বাজেটে সি ভিউ রুমের জন্যে সবচেয়ে বেস্ট হোটেল সি ক্রাউন। তবে সুন্দর সি ভিউ পেতে হলে আপনাকে ৩য় তলার উপরের রুম গুলো ভাড়া করতে হবে।
কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে অবস্থিত ফাইভ স্টার সী পার্ল কক্সবাজার বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। কক্সবাজার শহরের কোলাহল থেকে মাত্র ৪০ মিনিটের দূরত্বে রিসোর্টি অবস্থিত। বিলাসবহুল রুম, স্যুট এবং দুইটি সুইমিং পুল (মহিলাদের জন্য আলাদা) ছাড়াও রিসর্টটিতে রয়েছে একটি ওয়াটার পার্ক, রেস্টুরেন্ট, বার, টেনিস এবং ব্যাডমিন্টন কোর্ট, 3D মুভি হল, বিলিয়ার্ডস, অ্যাম্ফিথিয়েটার, একটি বিলাসবহুল স্পা এবং একটি সুসজ্জিত জিম।
কক্সবাজার বিমানবন্দর থেকে মাত্র ১০ মিনিটের দূরত্বে কক্সবাজার সমুদ্র সৈকতের প্রাণকেন্দ্রে সুগন্ধা বিচে অবস্থিত জলতরঙ্গ রেস্ট হাউজ। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের এই রেস্ট হাউজে ৬টি ক্যাটাগরির (প্রিমিয়াম এক্সিকিউটিভ স্যুট থেকে শুরু করে ডিলাক্স) মোট ৮৫টি রুম রয়েছে। আছে ৮০ জন অথিতির জন্য ডাইনিং এরিয়া, ৩৪ আসন বিশিষ্ট হাই-টেক কনফারেন্স রুম, রুফটপ বারবিকিউ, রেস্তোঁরা, ফিটনেস সেন্টার এবং বাচ্চাদের খেলার মাঠ সহ একটি সুবিশাল সুইমিং পুল।
রামাদা উইন্ডহ্যাম হোটেলস অ্যান্ড রিসোর্ট একটি আমেরিকান মালিকানাধীন ৫ স্টার হোটেল। এই হোটেল এর রুম থেকে অথবা রুফ টপ বার লাউঞ্জ থেকে বঙ্গোপসাগরের চমৎকার সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। হোটেলটিতে আছে মোট ১৪১টি গেস্ট রুম, মিটিং রুম, হেলথ ক্লাব, স্পা এবং একটি আউটডোর রুফ টপ সুইমিং পুল।
৭. নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট (Neeshorgo Hotel & Resort)
কলাতলী ডলফিন মোড় থেকে মাত্র ৫-৬ মিনিটের দূরত্বে মেরিন ড্রাইভ রোডে অবস্থিত নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট। চমৎকার ইনফিনিটি সুইমিং পুল সহ সি ভিউ হোটেলটি সার্ভিসের দিক থেকে অনন্য! রিসোর্টির রুফটপ ভিউ সবার কাছে আকর্ষনীয়। বেস্ট সি ভিউ রুম পেতে হলে ৯-১২ তলা পর্যন্ত ফ্রন্ট সাইডের রুম গুলো বুকিং করতে পারেন।
৮. ওশান প্যারাডাইস (Ocean Paradise Hotel & Resort)
কক্সবাজারের ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য একটি লাক্সারিয়াস অপশন হলো ৫ তারকা মানের ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট। ২০১১ সালে যাত্রা শুরু করা ওশান প্যারাডাইস কক্সবাজারের হোটেল ও রিসোর্টের মধ্যে অন্যতম অবস্থানে আছে। খরচ বেশি হলেও টপ ফ্লোরের রুম গুলো থেকে সুমদ্র দেখা যায়। একসাথে রুম থেকে সমুদ্র দেখা ও ফাইভ স্টার হোটেলের সেবা নিতে বাচাই করতে পারেন এই হোটেল ও রিসোর্টি।
ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট রুম ভাড়া ও খরচ
সুগন্ধা সি বিচের কাছে অবস্থিত ৩ স্টার মানের সী প্রিন্সেস হোটেলে আছে রুম থেকে সমুদ্র দেখার ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত রুম, ওয়াই-ফাই এবং কেবল টিভি, পাশাপাশি রয়েছে গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা। বেশিরভাগ রুম থেকেই সমুদ্রের দৃশ্য দেখার সুযোগ রয়েছে।
কলাতলী ডলফিন মোড়ে অবস্থিত হোটেল সী মুন। এই হোটেল এ রয়েছে ১৬০ বিভিন্ন মানের রুম, কনফারেন্স রুম, নিজস্ব রেস্টুরেন্ট, বার বি কিউ পার্টি সেন্টার সহ ৩ তারকা মানের হোটেলের সকল সুযোগ-সুবিধা। এই হোটেলে টপ ফ্লোর গুলো থেকে সুন্দর সি ভিউ রুম পাবেন।
কলাতলী মোড়ের একেবারে কাছে কম বাজেটের বাজেটের হোটেল এর মধ্যে সী ভিউ সহ হোটেল সমুদ্র বিলাস। এটি সি ক্রাউন ও সায়মন হোটেলের মাঝামাঝিতে অবস্থিত। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ২৪ ঘন্টা জেনারেটর সার্ভিস, এল ই ডি টিভি, ফ্রি ওয়াইফাই, গরম পানির সুবিধা সহ রয়েছে প্রয়োজনীয় সকল সুবিধা। সুযোগ ও সেবার মান আপ টু মার্ক না হলেও কম বাজেটে সি ভিউ রুমের জন্যে বেছে নিতে পারেন সমুদ্র বিলাশ।
হোটেল সমুদ্র বিলাশ রুম ভাড়া ও খরচ
কলাতলী ডলফিন মোড় থেকে ১ কিলোমিটার দূরত্বে মেরিন ড্রাইভের পাশেই হোটেল স্যুট সাদাফ সমুদ্রের খুব কাছেই অবস্থিত। কম খরচে হোটেলের রুম থেকে সমুদ্র দেখা যাবে এমন হোটেল যদি খুজে থাকেন তাহলে হোটেল স্যুট সাদাফ হতে পারে আপনার পছন্দের তালিকায় সবচেয়ে উপরের দিকে। যদিও সার্ভিস ও অন্যান্য বিষয়ে আপনাকে ছাড় দিতে হবে। তারপরেও সাদাফ হোটেলের টপ ফ্লোরের রুম বাজেট ফ্রেন্ডলি সি ভিউ হোটেল হিসেবে অন্যন্য।
হোটেল স্যুট সাদাফ রুম ভাড়া ও খরচ
কম টাকায় বিচের কাছাকাছি ভালো হোটেলে থাকার চাহিদা প্রায় সবারই থাকে। আর ঠিক সেই সুবিধাটাই আপনারা পেয়ে যাবেন হোটেল কক্স রোটানায়।পরিস্কার পরিচ্ছন্ন এই হোটেলটি কলাতলি বিচ থেকে মাত্র ৫ মিনিটের দুরুত্বে অবস্থিত। ভালো সি ভিউ রুম পেতে উপরের ফ্লোর গুলোতে বুকিং করুন।