কন্টেন্ট রাইটারদের জন্য নিবন্ধন প্রক্রিয়া

নিয়ম-কানুন

আমাদের ওয়েবসাইটে Content Writing এর অনুমতি পাওয়ার জন্য আপনাকে নিচের দেওয়া  নিয়ম-কানুন গুলো অবশ্যই পালন করতে হবে। 

  • আপনার সম্পূর্ণ নাম সঠিক ভাবে লিখুন, কোন ভাবেই নিজের নাম ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুর নাম ব্যবহার করা যাবে না।
  • আপনার নিয়মিত ব্যবহৃত ইমেইলটি প্রদান করুন। ইমেইল ভুল হলে আপনি অ্যাকাউন্ট করফারমেশন ইমেইল নাও পেতে পারেন। তাই ফর্মটি সাবমিট করার পূর্বে অবশ্যই ইমেইলটি পুনরায় নিশ্চিত হয়ে নিবেন।
  • আপনার Whatsapp এ ব্যবহৃত নাম্বারটি প্রদান করুন। অবশ্যই নিজের নাম্বার ব্যতীত অন্য কারো নাম্বার দিবেন না।
  • Username এবং Password নির্বাচনের সময় সতর্কতা অবলম্বন করুন। একটি ইউনিক Username এবং Password নির্বাচন করুন। 
  • Username পরিবর্তন করা যাবে না তাই অবশ্যই ঠিক ভাবে Username প্রদান করুন।
  • Password ভুলে গেলে বা পরিবর্তন করার প্রয়োজন হলে তা পরিবর্তন করা যাবে। 
  • আপনার Portfolio এর লিঙ্ক সাবমিট করুন অথবা আপনার নিজের লেখা একটা Sample সাবমিট করুন। 
  • Writing Experience বক্সটিতে আপনার Writing এর অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করুন।
  • মনে রাখবেন, অবশ্যই সকল Information এবং Content যাতে আপনার নিজের হয়।
  • অন্যের তথ্য নিজের বলে সাবমিট করলে আপনার অনুরোধ গ্রহন করা হবে না। 
  • Published Platforms বক্স গুলোতে ঐ সকল Platform এর লিঙ্ক প্রদান করুন যেই Platform গুলোতে আপনার Content পাবলিশ করা আছে।
  • নিম্নে ২টি Platform এর লিঙ্ক প্রদান করতে হবে।
  • আমাদের ব্লগ গুলো ট্র্যাভেল সম্পর্কিত। আপনি কোন কোন টপিকে Content লিখতে ইচ্ছুক তার একটি লিস্ট প্রদান করুন।
  • মনে রাখবেন, আপনার টপিক গুলো অবশ্যই ট্র্যাভেল সম্পর্কিত টপিক হতে হবে।
  • আপনার Facebook Profile এর লিঙ্কটি সাবমিট করুন। এটি আপনার সম্পর্কে জানতে আমাদেরকে সাহায্য করবে।
  • Content Writer হিসেবে আপনার যদি কোন Freelancing Profile থাকে তাহলে সেই প্রোফাইলের লিঙ্কটি সাবমিট করুন।
  • আপনার একটি ভালো Freelancing Profile আপনার অনুরোধকে দ্রুত অনুমতি প্রদান করতে সাহায্য করবে।
  • আপনাকে অবশ্যই আমাদের Privacy Policy মেনে নিতে হবে। 
  • উপরের কোন একটি তথ্য ভুল অথবা কপি প্রমান হলে আপনার অনুরোধ বাতিল করা হবে। 
  • তাই অবশ্যই সঠিক এবং নিজের তথ্য দ্বারা ফর্মটি পূর্ণ করুন। 
  • যেকোন ধরনের সমস্যা অথবা জিজ্ঞাসার জন্য আমাদের ফোন নাম্বারে WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। 
Basic Information
Login Information
Writing Experience
Share your previously published work or upload writing samples. This will help us to understand your writing style and quality.
Areas of Expertise
Profiles
Share your Freelancing or Social Media Profiles here
- All your information is safe with us.
- These informations are taken to confirm that you are a content writer.
- We do not share your information with anyone else.
- The information you provide is used for testing purposes only.
- By clicking the check box below, you agree with our terms and conditions.