মানা বে যাওয়ার উপায়

মানা বে ওয়াটার পার্ক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে অবস্থিত। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পাশেই ঢাকা থেকে যাবার পথে মেঘনা ব্রিজের পরেই এর অবস্থান। ঢাকা থেকে মানা বে প্রায় ৪০ কিলোমিটার দূ্রে অবস্থিত। ঢাকা থেকে বাসে বা নিজস্ব গাড়িতে করে যেতে পারবেন। দেশের যেকোন স্থান থেকে বাসে আসতে পারেন। পার্কটিতে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা আছে।

মানা বে প্রবেশ টিকেট মূল্য

বড়দের টিকেট মূল্য: ৬ হাজার টাকা (উচ্চতা ৪ ফুটের উপরে)
শিশুদের টিকেট মূল্য: ৩ হাজার টাকা (৩ থেকে ৪ ফুট উচ্চতা)
শিশুদের টিকেট মূল্য: সম্পূর্ণ ফ্রি (উচ্চতা ৩ ফুটের নিচে হতে হবে)

টিকেটেই সকল রাইডের ফি সহ মূল্য নির্ধারিত। আলাদাভাবে রাইডের জন্যে টিকেট কাটতে হবেনা। পার্কে প্রবেশ করে ১৭ টি রাইড সারাদিন এর জন্যেই ফ্রি থাকবে।

কোথায় টিকেট পাবেন

অনলাইনে টিকিট করার জন্যে আছে মানা বে অফিসিয়াল ওয়েবসাইটঃ www.manabay.com

আপনার নাম, ইমেইল এবং মোবাইল নাম্বার দিয়ে অনলাইনে টিকেট কাটতে পারবেন। পেমেন্ট করতে পারবেন মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।

এছাড়া অন স্পটে গিয়েও টিকেট করা যাবে। মানা বে এর গুলশান অফিস থেকেও অগ্রিম টিকেট করা যাবে।

সময়সূচী

মানাবে ওয়াটার পার্ক প্রতিদিন খোলা থাকে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহের বাকি দিন গুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।

কোথায় খাবেন

টিকেট প্রাইসের সাথে খাবারের খরচ অন্তর্ভূক্ত নয়। তাই কিছু খেতে হলে নিজ খরচে কিনে খেতে হবে। পার্কেই রেস্টুরেন্ট আছে। আপনার পছন্দ অনুযায়ী কিনে খেতে পারবেন যে কোন সময়।

অফার বা ডিসকাউন্ট

বর্তমানে মানা বে ওয়াটার পার্কে কোন ডিসকাউন্ট বা অফার নেই। তবে ৫০ জনের অধিক গ্রুপ কিংবা কর্পোরেট বুকিং এর জন্যে ডিসকাউন্টের সুবিধা আছে। এইজন্যে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে হবে।