বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রের দূতাবাসের কনস্যুলার সেবা
August 14, 2024বাংলাদেশসহ ১২৬ দেশের জন্য পাকিস্তানি ভিসা ফ্রি
August 18, 2024রহনপুর নওদা বুরুজ
চাঁপাইনবাবগঞ্জ থেকে ২৮ কিলোমিটার দূরে গোমস্তাপুর উপজেলার রহনপুরে প্রাচীন ইতিহাস সমৃদ্ধ নওদা বুরুজ (Naoda Buruz) অবস্থিত। দূর থেকে নওদা বুরুজ দেখতে অনেকটা মাটির উঁচু ঢিবির মতো, যা স্থানীয়দের কাছে ষাঁড়বুরুজ পরিচিত। তবে এই অট্টালিকার প্রকৃত নাম শাহুরুজ। শাহ শব্দের অর্থ বাদশা ও বুরুজ শব্দের অর্থ অট্টালিকা। ইতিহাস বিখ্যাত নদীয়া অঞ্চলের কাছে হওয়ায় এই স্থাপনাটি নওদা নামে পরিচিতি লাভ করে।
রাজা লক্ষণ সেনের আমলে রহনপুর বাণিজ্যিক নগরী হিসেবে জনপ্রিয়তা লাভ করে। বাণিজ্যিক কারণে রহনপুরে লক্ষণ সেন সুরম্য অট্টালিকাসহ অসংখ্য স্থাপনা গড়ে তুলেন। তাই অনেকে মনে করেন, রহনপুরে প্রাক মুসলিম যুগের উন্নত নগরীর অবস্থান ছিল। বাংলা বিজয়ী ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ উদ্দিন বিন বখতিয়ার খলজি রহনপুর হয়ে বাংলায় গমনকালীন নওদা বুরুজে অবস্থান করেছিলেন। প্রচলিত আছে, বখতিয়ার খলজীর আগমনের সংবাদে ভীত স্বতন্ত্র হয়ে রাজা লক্ষণ সেন নদী পথে পলায়ন করেন। দূর দুরান্ত থেকে অনেকে প্রাচীন ঐতিহ্য ও ইতিহাসের খোঁজে এই বিখ্যাত স্থাপনাটি পরিদর্শনে আসেন।
কিভাবে যাবেন?
ঢাকা থেকে সড়ক ও রেলপথে চাঁপাইনবাবগঞ্জ যাওয়া যায়। মর্ডান, হানিফ ও শ্যামলী প্রভৃতি বাস ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করে। এসি/নন এসি এসব বাসের ভাড়া মানভেদে ৮৩০-১৫০০ টাকা। এছাড়া কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে বনলতা এক্সপ্রেস ট্রেনে করে চাঁপাইনবাবগঞ্জ জেলায় যাওয়া যায়। আসনভেদে ভাড়া লাগবে ৫১৫ থেকে ১১৭৩ টাকা। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ২৮ মাইল পশ্চিমে রহনপুর বাণিজ্য কেন্দ্রের মহানন্দা ও পুনর্ভবা নদীর মিলন স্থলে রহনপুর ষ্টেশন থেকে ১ কিলোমিটার দূরে ঐতিহাসিক নওদা বুরুজ অবস্থিত।