বাংলাদেশসহ ১২৬ দেশের জন্য পাকিস্তানি ভিসা ফ্রি
August 18, 2024ভারতীয় ভিসা নিষেধাজ্ঞা ৬ ছাত্র নেতার উপর
September 2, 2024পরবর্তীতে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। সেনাবাহিনীর একজন অফিসার এই সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। সমাধানের প্রদক্ষেপ হিসেবে আইভিএসি কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েভসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেন যে, “সীমিত কার্যক্রমের কারণে ভিসা প্রক্রিয়ায় বেশি সময় লাগতে পারে,তাই আমরা এখন পাসপোর্ট গুলি ফেরত দিচ্ছি এবং কার্যক্রম পুনরায় শুরু হলে আবেদনপত্র প্রক্রিয়া করা হবে। আবেদনকারীকে তার পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য এস এম এস এর মাধ্যমে জানানো হবে। ”
এই সময় বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে, তাদের পাসপোর্টগুলো পুণঃরায় জমা নেয়া হয়। এইদিকে আইভিএসি তাদের অফিসিয়াল ওয়েভসাইটে আর একটি বিজ্ঞপ্তি দিয়ে মঙ্গলবার ২৭ আগষ্ট, ২০২৪ আইভিএসি ঢাকা এবং সাতক্ষীরা সেন্টার বন্ধ ঘোষনা করে। অন্যান্য আইভিএসি তে যথারীতি শুধুমাত্র ডেলিভারি কার্যক্রম চালু থাকছে।
বাংলাদেশে চলমান অরাজক পরিস্থিতে ভারতীয় ভিসা সেন্টারগুলো ভিসা কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিয়েছিল। কোটা বিরোধী অন্দোলন চলাকালীন সময়ে তৎকালীন সরকার ১৯জুলাই থেকে কারফিউ জারি করলে দেশের সকল ভারতীয় ভিসা সেন্টার গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে ভিসার জন্য অপেক্ষমান আবেদনকারীরা ব্যাপকভাবে অসুবিধার সম্মখীন হয়। এসকল ভিসা আবেদনকারীর মধ্যে রয়েছেন ভ্রমণকারী, রোগী, ব্যবসায়ী ও অন্যান্য।