
২রা জানুয়ারি থেকে চালু হচ্ছে থাইল্যান্ড এর ই-ভিসা সেবা
December 7, 2024
আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর
January 4, 2025ঢাকা: সম্পর্ক উন্নয়নের আরও একটি পদক্ষেপ
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করার ইঙ্গিত হিসেবে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানি নাগরিকদের ভিসার জন্য নিরাপত্তা ছাড়পত্রের প্রয়োজনীয়তা মওকুফ করেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগ (এসএসডি) এ সিদ্ধান্তের ঘোষণা দেয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করে। সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি।
২০১৯ সাল থেকে পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশি ভিসা পেতে এসএসডি থেকে "অনাপত্তি" শংসাপত্র নিতে হতো, যা নিরাপত্তা প্রটোকলের অংশ ছিল। এই পদক্ষেপ মূলত দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে নেওয়া হয়েছিল।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই প্রয়োজনীয়তা বাতিল করেছে বলে মনে করা হচ্ছে। এ সিদ্ধান্ত করাচি থেকে চট্টগ্রামে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতির এক মাস পরই আসে, যা দ্বিপাক্ষিক সহযোগিতার আরেকটি উদাহরণ।
এছাড়া, ৩ ডিসেম্বর পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎ দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ করার প্রচেষ্টার আরেকটি নিদর্শন বলে অনেকে মনে করছেন।